ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন।
কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একরামুল কবীর, যায়যায় দিন পত্রিকার এসএম নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোর সামিউল আলিম, সাংবাদিক ফরিদ আহম্মেদ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জলিত গোপালগঞ্জের শাওন রাজীব বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা গণমাধ্যম অফিসে হামলা বা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। যেসমস্ত দুষ্কৃতকারী ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই