কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে শোক র্যালি ও সমাবেশ করা হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। শোক র্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরের অসংখ্য গুম, খুন ও বিএনপিসহ বিরোধী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন-হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে এই শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমিনুজ্জামান সোমেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্যরা।
বক্তরা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই