মেডিকেল এসিস্ট্যান্টদের (ম্যাটস) নামের পাশে ‘ডাক্তার’ লেখার সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। অপরদিকে ক্লাস বর্জন করেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তৃতা করেন ডাঃ তাহমিদ আল মাশরুর, ডাঃ জোবায়ের জিসান, ডাঃ মোঃ আরাফাত, ডাঃ আব্দুল্লাহ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১ জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত রয়েছেন।
এছাড়া নগরীর শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/এএ