গত ১৫ বছর ধরে গুম, খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যার প্রতিবাদে শোক র্যালি করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় জেলা শহরের বিসিক ব্রিজ থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই