দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন গাইবান্ধায় কর্মরত সাংবাদিকরা।
আজ শহরের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ গাইবান্ধার ব্যানারে প্রতিবাদী এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিউজ্জামান মোনা, এখন টিভির বগুড়া ব্যুরোর সিনিয়র রিপোর্টার হেদায়েতুল ইসলম বাবু, সাংবাদিক রেজাউন্নবী রাজু, চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজত কান্তি বর্মণ, সময়ের আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, ঢাকা টাইমসের প্রতিনিধি জাভেদ হোসেন, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সমন্বয়ক মেহেদি হাসানসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সাধারন সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইকবাল কবীর তুহিনসহ অন্যরা।
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার শাহাদাত বরণের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। পরাজিত শক্তি বিপ্লবের সুফলকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গণমাধ্যমকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষার্থীরাসহ এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল মিলন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মোমিনুর রশদি সাগর, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মজিবর রহমান, সাংবাদিক রবিন সেন, দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম, ঢাকা পোস্টের প্রতিনিধি রিপন আকন্দ, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বনিক বার্তার প্রতিনিধি আতিকুর রহমান আতিক, সাংবাদিক শাহিনুর রহমান, মানবধিকার ও গণমাধ্যম কর্মী সালা উদ্দিন কাশেমসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এএ