ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দৌলতখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলি আজম মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার।
বুধবার দৌলতখান থানায় সাবেক এমপি মুকুল, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, মেয়রের ছেলে পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশ এবং দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কিরণ তালুকদারসহ অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সাবেক এমপিসহ পাঁচজনের নাম-ঠিকানা উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনসহ মোট ৩৫ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার। গত ৩ আগস্ট আসামিরা বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই