ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেস ক্লাব। বুধবার দুপুরে শহরের তমালতলাস্থ জামালপুর জেলা প্রেস ক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে জামালপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, মাই টিভির শামীম আলম, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, নিউ নেশনের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, ঢাকা পোস্টের মোত্তাসিন বিল্লাহ, দৈনিক জনবানীর এম. কাওছার সৌরভ, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহা উদ্দন খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ