রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে এসে রাফি মিয়া (৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রিপন মিয়ার ছেলে ও দারুল কোরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী। আজ বুধবার সকাল বেলা ১২ টার দিকে সদর উপজেলা গোদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর মামা মো. সবুজ মিয়া বলেন, আমরা শুনেছি দুপুর ১২টার দিকে আমার ভাগ্নে তার বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়েছেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসকের খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন। তারা বলছেন তাদের ডুবুরি দল নেই। ফরিদপুর থেকে ডুবুরি দল রওনা হয়েছে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, উদ্ধার কাজ শুরু হয়েছে। রাজবাড়ীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেই। ফরিদপুর থেকে দ্রুত এসে তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ