বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেল ৪ টার দিকে শহরে মিছিল করেন দলের নেতাকর্মীরা।
পরে কাপুড়িয়াপট্টিতে পথসভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেকব দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির শিকদার, সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ