কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে বিভিন্ন থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় জেলার জিআর ওয়ারেন্ট মূলে ৭ জন, নিয়মিত মামলায় ৮ জন, পূর্বের মামলায় ১ জন, জিআর সাজা ওয়ারেন্টমূলে ১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম