শেখ হাসিনার বিচারসহ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালীতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের বনানী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক শিপলু খান ও ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ। এসময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী খুনি হাসিনা লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে গুম খুন করে ও নির্যাতন চালায়। মিথ্যা মামলায় গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দী রাখে। এছাড়া আলেম ওলামাদের পৌচাশিক কায়দায় হত্যা, পিলখানা হত্যাকাণ্ডসহ ছাত্র জনতার গনঅভ্যুথ্যানে হাজার হাজার ছাত্র জনতা ও শিশু হত্যা জখমের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনাসহ তার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ