গাইবান্ধায় বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে। নিহত রায়হান কবির মিলন (২২)। সে একজন ইজিবাইক চালক। রায়হান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা এলাকার সাঁতাল পল্লীর এক বাঁশঝাড় থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। ওইদিন দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে নিখোঁজ হন রায়হান।
পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে রায়হান কবির মিলন গত বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদিনের ন্যায় তার নিজ এলাকা থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন। সেসময় রায়হানের মুঠোফোনে এক ব্যক্তির মোবাইল ফোন থেকে একাধিকবার ফোন আসে।
রায়হান রাণীগঞ্জ বাজারে যাত্রী নামিয়ে দিয়ে সন্ধ্যায় ওই ফোন করা ব্যক্তিকে নিয়ে উপজেলার ওসমানপুর বাজারের উদ্দেশ্যে রওনা করেন। এর পর থেকে নিখোঁজ হন রায়হান। রাতেই তার পরিবারের লোকজন খোাঁজাখুজির এক পর্যায়ে পর দিন সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা এলাকার এক বাঁশঝাড় থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম