চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ভাড়াবাড়ি থেকে নারী ক্লিনিক কর্মী তানিয়া খাতুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে তানিয়া খাতুনের লাশ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তানিয়া খাতুন আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে রয়েছে ধুম্রজাল। রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্ত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিতা মন্ডল জানান, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের মাহতাব আলীর মেয়ে তানিয়া খাতুন শহরের গুলশানপাড়ায় একটি ভাড়া বাড়িতে স্বামীর সাথে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল