নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালকসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সকল আমলাদের অপসারণ ও পদত্যাগের দাবিতে ভোলায় নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা শাখার নার্সিং ইন্সট্রাক্টর মো. আফজাল হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ নন্দা রানী দাস, নার্সিং সুপারভাইজার নাছিমা বেগম, লাইলী খাতুন, সিভিল সার্জন অফিসের সহকারী পাবলিক হেলথ নাছিমা আক্তারসহ অন্যন্য নার্সরা।
বিডি প্রতিদিন/হিমেল