বগুড়ায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, নিহত আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ হওয়া তিনি বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতমাথায় ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফেরার পথে ওয়াপদা গেইট এলাকায় অসাবধানতাবশত বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় নিহতের পিছনে থাকা ওই ব্যক্তি লাফ দিলে প্রাণে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত