ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকসহ পাঁচ কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাদক কারবারি নূর মোহাম্মদ (৩৮), রুবি আলমগীর (৩৩), মো. সামি ভূঁইয়া (১৬), সিয়াম ভূঁইয়া (১৪) ও সানি ভূইয়া (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোর্কণঘাট থেকে নূর মোহাম্মদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা, একটি খুর, দুইটি ল্যাপটপ, চারটি ট্যাব, ১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২২টি ফিচার মোবাইল ফোন, চারটি পাসপোর্ট ও নগদ ২ লাখ ৬শ' টাকা উদ্ধার করা হয়।
এদিকে বুধবার গভীর রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে রুবি আলমগীর, তার ছেলে সামি ভূঁইয়া, সিয়াম ভূঁইয়া ও সানি ভূইয়াকে আটক করা। পরে তাদের কাছ থেকে ২০টি দেশীয় অস্ত্র, ৫২৫ বোতল ফেন্সিডিল, ৭৪৫ বোতল স্কাফ সিরাপ, ৬০০ গ্রাম গাঁজা, নগদ ৯৯ হাজার ১শ' টাকা, দুই
হাজার ২৯০ ইন্ডিয়ান রুপি, ৩০ কাতার রিয়াল, দুইটি পাসপোর্ট, একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন, একটি ফিচার মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার
করা হয়। গ্রেপ্তারকৃত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও চার জনকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা