সমাবেশ শেষে ফেরার পথে সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহতরা হলেন, সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনা।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রনি জানান, আদমজী কদমতলী এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপকর্মে বিরুদ্ধের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় পৌঁছালে স্বপন মোল্লার নেতৃত্ব অর্ধশতাধিক ব্যক্তি অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা করেন।
তিনি জানান, এ সময় তারা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাকে কুপিয়ে জখম করেন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।
বিডি প্রতিদিন/ইই