কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চর খামা গ্রামের কামালের ছেলে পলাশ (১৮) ও একই গ্রামের আসাদের ছেলে রিহাদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু পলাশ ও রিহাদ মোটরসাইকেলে করে মঠখোলা থেকে পাকুন্দিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মঠখোলা নতুন বাজার এলাকায় একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পলাশ। আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিহাদকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ইই