ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি শহরে বর্নাঢ্য র্যালী করেছে। শুক্রবার বিকেলে শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার ষ্টেশনে শেষ হয়। মিছিলে শহর ও শহরতলীর বিভিন্ন মহল্লার বিএনপি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি, প্ল্যাকার্ড, ব্যানার ও ঢাকঢোল নিয়ে র্যালিতে অংশ নিয়েছেন।
র্যালী শেষে মুক্তির সোপানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, ভিপি শামীম, মোস্তফা নোমান আলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলে আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, ছাত্রদলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
সভায় জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদবলেন, দেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। আজকের এই মিছিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে না, এই মিছিল হলো বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল। নিজের অধিকার রক্ষার মিছিল। নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল। তিনি বলেন, এখনো দেশে ও দেশের বাইরে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। মিছিল থেকে তাদের হুশিয়ার করতে চাই, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।
বিডি প্রতিদিন/এএম