বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সাইফুল ইসলাম (৩৫)। শুক্রবার রাত অনুমান আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের রাজাপুর গ্রামের নওশের আলীর ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, স্থানীয় বাজার থেকে বাইসাইকেল যোগে সাইফুল ইসলাম বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের রাজাপুর নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বগুড়াগামী রেজভি পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে দেন।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি আটক হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম