কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য গ্রেনেড উদ্ধার করেছে। এসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে। শনিবার গভীর রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঈদগাঁও উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। ওসি আরিফ হোসাইন বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত- সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঈদগাঁও উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে এসব গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান।
সিসা ও রাবার বুলেট সমৃদ্ধ কার্তুজগুলোর গায়ে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা থাকায় এগুলো গত ৫ আগস্ট থানায় লুট হওয়া গোলাবারুদ হতে পারে বলে ধারণা করেছেন তিনি।
ওসি মছিউর জানান, পাহাড়ের পাদদেশে কিছু গোলাবারুদ দেখতে পেয়ে স্থানীয়রা জনপ্রতিনিধিকে অবহিত করেন। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
এ সময় একটি পোটলায় ৫১টি সিসা এবং ১৬টি রাবার বুলেটসহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ