কাপ্তাই হ্রদের নানামুখি সমস্যা নিরসনের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা । তিনি বলেন, পুনরুদ্ধার করা হবে কাপ্তাই হ্রদের প্রকৃত রূপ। শুধু মৎস্য উৎপাদন নয়; নানামুখি উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদকে বাঁচিয়ে রাখতে হবে। হ্রদের ড্রেজিং যেমন প্রয়োজন, তেমনি অবৈধ দখল মুক্ত করাও প্রয়োজন। নৌ যোগাযোগ কিংবা বিদ্যুৎ উৎস হিসেবে নয়; এ হ্রদের উপর নির্ভরশীল মানুষগুলোর জীবন ও জীবিকার জন্য সম্মিলিত প্রচেষ্টায় কাপ্তাই হ্রদকে আবার পূর্ণ রূপে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ রবিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ মৎস্য সম্পদ উন্নয়নে স্টেক হোল্ডারের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ও রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর সবকিছু গুছিয়ে নিয়ে এসেছে। যেখানে বিশৃঙ্খলা ছিল তাতে পরির্বতন আনা হয়েছে। তিনি বলেন, আমরা এরই মধ্যে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণ গঠন করেছি। নতুন মুখের মাধ্যমে পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়ন করা হবে। কিছু কাজ আরও বাকি আছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে যেসব শূন্য পদ রয়েছে সেখানেও নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পার্বত্যাঞ্চলে মানুষ যাতে ভাল থাকে তার জন্য আন্তরিকতার কমতি থাকবে না। এরই মধ্যে পর্যটন নিরুৎসাসিহকরণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাহাড়ে এখন শান্তি বিরাজ করতে। এ শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হলে সবাইকে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ