কক্সবাজারের চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের নির্মিত লেকের উপর থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উপরে হাতির ডেরা নামাক স্থানে স্থানীয় রাখাল বালকেরা ওই লাশ দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ দুই তিনদিন আগের হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ পরিচয় সনাক্তে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম