বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহাম্মেদসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের নামে ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতার উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ , বাগেরহাট পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের কর্মকর্তা ( এপিএস) রেদওয়ান আহমেদ চয়ন ও কুট্টি খান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর রাতে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪ আগস্ট বাগেরহাটে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা রয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে ।
বিডি প্রতিদিন/নাজমুল