দিনাজপুরে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ এবং সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) জেলার নবাবগঞ্জে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার রায় উপস্থিত ছিলেন।
অপরদিকে, খানসামায় উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী।
বিডি প্রতিদিন/মুসা