বাগেরহাটের মোরেলগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও পণ্যের মান ঠিক রাখতে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার দিনভর চলা অভিযানে দুটি বেকারিসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে মোরেলগঞ্জ বেকারি ১০ হাজার, ভাই-বোন বেকার ১০ হাজার, লাভলু হোটেল ১০ হাজার, টুকুর রেস্টুরেন্ট ১০ হাজারসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ও মোরেলগঞ্জ সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম