বিয়ের তিন মাসের মাথায় রংপুরের মিঠাপুকুরে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক বালিকা নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নববধূর নাম আফরিন নাহার (১৪)। সে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর পশ্চিম পাড়া গ্রামের মুরাদ হাসানের স্ত্রী।
রবিবার বার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশের ধারনা। সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর পশ্চিমপাড়া গ্রামের মুরাদ হাসানের সঙ্গে সম্প্রতি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে পাশের মুরারিপুর গ্রামের আমিনুল ইসলামের নাবালিকা মেয়ে আফরিন নাহারের। প্রায় ৩ মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নব দম্পতির মাঝে নানা কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। রবিবার সন্ধায় আবারও তাদের ঝগড়া হয়েছে। প্রতিবেশিরা চিৎকার শুনে বাড়িতে গিয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান, ওই নববধূ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারন সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম