শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের সমবায় মার্কেট প্রাঙ্গণে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সিনিয়ির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকারসহ আরো অনেকে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, জেলা মহিলা দলের সভাপতি কোহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহানা আক্তার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক ফোরকান ইমামী, পৌর ছাত্রদল নেতা শাহিন, দিদার রাব্বি, রানাসহ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রামগড়েও এক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা বিএনপির সহ সভাপতি ও রামগড় জেলা বিএনপির সমন্বয়ক হাফেজ আহাম্মদ ভূইঁয়া। র্দীঘ ১৭ বছর পর রামগড়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
বিডি প্রতিদিন/হিমেল