পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়। শুক্রবার সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর আয়োজন করে। র্যালীটি হেলিপ্যাড মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন দাবি তুলে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এর আগে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো.নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, সংগঠক কামাল হাসান রনি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ