মানিকগঞ্জে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে জিয়া স্মৃতি পাঠাগার। শহরের সেওতা এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে বিভিন্ন ধরনের বই ও পত্রিকা পড়তে পারায় দিনদিন এর পাঠক সংখ্যা বাড়ছে। সুন্দর পরিবেশে বই পড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন পাঠক প্রেমীরা।
সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষ সবাই ব্যস্ত বই পড়ায়। লিজা খানম অন্তরা নামে এক পাঠক বলেন, ছোটবেলা থেকেই আমার বই পড়ার অভ্যাস। কিন্তু কোথাও বসে বই পড়ার পরিবেশ না থাকায় হতাশ ছিলাম। জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা হওয়ার পর আমি নিয়মিত পড়তে আসি। এখানকার পরিবেশ এতো সুন্দর যে কখন রাত হয়ে যায় বুঝতেই পারি না।
মানিকগঞ্জ মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরু মিয়া বলেন, স্কুল শেষে কোথাও বসতে পারতাম না। সময় কাটানো খুব কঠিন হতো। জিয়া স্মৃতি পাঠাগারে অনেক শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ পেশাজীবিরা নিয়মিত এখানে আসেন। আমি প্রতিদিন পত্রিকা, বই পড়ার পাশাপাশি সুন্দর সময় কাটাতে পারি।
জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, প্রতিদিন পাঠক সংখা বাড়ছে। পাঠাগারে পর্যাপ্ত বই রয়েছে। তবে সময়োপযোগী আরও বই দরকার।
পাঠাগারের সভাপতি ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘যুব সমাজকে মাদকমুক্ত ও ভাল রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যান্য জেলার মতো মানিকগঞ্জেও পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার পৃষ্ঠপোষকতায় পাঠাগারটি পরিচালিত হচ্ছে। এখানে শিশুসহ সকল শ্রেণী-পেশার পাঠক নিয়মিত আসেন।’
বিডি প্রতিদিন/জামশেদ