বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, 'ছাত্র-জনতার আন্দোলনে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। মনখুলে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের আকাশে আবারো কালো মেঘ উকি দিচ্ছে। অনেক জায়গায় লুটপাট, মাজার ভাঙা ও সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে একটি মহল সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে ফায়দা হাসিল করতে চাচ্ছে।'
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের স্যানালবাড়ী মাঠে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশকে নতুনভাবে এগিয়ে নেয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এ সময় স্বার্থান্বেষী ওই মহলটির বিরুদ্ধে জাতি, ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপির ওই সমাবেশে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলীয় নেতাকর্মীদের আগামীর নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা জামায়াতের আমীর দবিবুর রহমান, সেক্রেটারি নাজমুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সহ-সভাপতি করুনা রানী ঘোষ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি বরেন্দ্র চন্দ্র সান্যাল, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শুভ অধিকারী, জগন্নাথ মন্দির কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা শ্রীকান্ত মাহাতো, হিন্দু মহাজোট শেরপুর উপজেলার সদস্য নিখিল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিডি প্রতিদিন/এমএস