দিনাজপুরের খেটে খাওয়া মানুষের জীবনে হাড় কাঁপানো শীতে জবুথবু শহর ও গ্রামের হত দরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে কম্বল উপহার দেওয়া হয়েছে। শনিবার দিনাজপুর সদর, চিরিরবন্দর, ঠাকুরগাও, পীরগঞ্জ, পঞ্চগড়সহ ৪টি ভেন্যুতে ৩০০টি পরিবারের মাঝে এবং ৫০ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের কম্বল উপহার দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশনর কার্যালয়ে, কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার দায়িত্বশীলরা খেটে খাওয়া অসহায় মানুষের হাতে প্রতি পরিবারে একটি করে কম্বল উপহার দিয়েছেন এবং ৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল উপহার দেওয়া হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার দায়িত্বশীল, মোস্তাফিজুর রহমান রূপম, রাজিউদ্দিন চৌধুরী, আব্দুস সালাম মিঞা, আসাদুজ্জামান সাগর, আয়শা আকতার, কামরুন নাহার জেসমিন, ড: আশিকা আকবর তৃষা, কামরুন নাহার জেসমিন, ইমতিয়াজ আলম , মোসাম্মৎ রেবেকা সুলতানা, হাসিনা বেগম, আল-আমিন, মোস্তাকীম আলী, মৃন্ময়, আহনাফ ফকির সায়মা, তারিন, তামান্না, বর্ষা, অন্যন্যাসহ কোয়ায়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার দায়িত্বশীলগণ উপস্থিত থেকে কম্বলগুলো শীতার্ত পরিবারগুলোর হাতে উপহার দেওয়া হয়।
এছাড়াও প্রচন্ড শীতে কাহিল শিক্ষার্থীর ও শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার দায়িত্বশীল আব্দুস সালাম মিঞাসহ সকলে অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ