জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা চত্বরে শহিদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুলফিকার বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুব আলী, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আল্পনা জান্নাত, আনিছুর রহমান আইয়ুব, বজলুর রহমান খান প্রমূখ।
বিডি প্রতিদিন/জামশেদ