মহান বিজয় দিবস ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ শিশু একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলা জাসাস আয়োজিত অনুষ্ঠানে আবৃতি, চিত্রাঙ্কন, সংগীত, রচনা ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মো. শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম পালু এড, কোরবান আলী, মো. ওবায়দুর রহমান খান, মো. আওলাদ হোসেন, মো. আবুল বাসার খান, সদর উপজেলা সভাপতি প্রদীপ সুত্রধর ,নগর জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাওন।
জানা যায়, আগামী ২৭ ডিসেম্বর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র সরকার, একে এম আজিজুল ইসলাম শুক্কু, কাজী বসিরুল আলম।
বিডি প্রতিদিন/জামশেদ