কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমিরুজ্জামান আমিরের দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর আবেদনের প্রেক্ষিতে মো. আমিরুজ্জামান আমিরের অব্যাহতি প্রত্যাহার করা হয়। দলের প্রাথমিক সদস্যসহ দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন বলে জানানো হয়।
উল্লেখ্য-২০২২ সালের ২৭ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমিরুজ্জামান আমিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।
মো. আমিরুজ্জামান আমির বলেন, আমি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি করি। ছাত্রদল, যুবদল হয়ে এখন বিএনপি করছি। আমার কাছে পদ-পদবি কোনো বড় বিষয় নয়। দলের জন্য আমি সব সময় মাঠে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। অব্যাহতি দিলেও আমি কখনো দলের বাইরে যাইনি। সব সময় দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করেছি।
বিডি প্রতিদিন/এএম