ভাঙ্গায় বেদে পল্লীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (২০ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কুমার নদের তীরে বেদেপল্লীর অসহায় বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদে পল্লীর শিশুদের পড়াশোনার ক্ষেত্রে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
বেদেপল্লীর বাসিন্দারা জানান, শীতে তাদের খুবই কষ্ট হচ্ছে। ছোটো বাচ্চারাও শীতে অনেক কষ্ট পাচ্ছে। এ কম্বল পেয়ে তাদের অনেক উপকার হলো। তারা কম্বল পেয়ে অনেক খুশি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শীতার্ত অসহায় মানুষদের কথা চিন্তা করেই এদের মাঝে কম্বল বিতরণ করা হলো।
বিডি প্রতিদিন/এএ