সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি গঠন নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান কবীর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই সূত্র ধরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি মিছিল, সমাবেশ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহত হন। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরে ১৪৪ ধারা জারি করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ বন্ধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এলাকায় পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।
শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ রনি খাতুন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে গত ১৯ জানুয়ারি পদবঞ্চিতদের হামলায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
বিডি প্রতিদিন/নাজিম