চুয়াডাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ। এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ।
প্রণোদনার আওতায় উফশী আউশের জন্য ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে ৭৮ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকার সার-বীজ এবং গ্রীষ্মকলীন মুগ ও পাটের জন্য ১৮০ কৃষকের মাঝে এক লাখ ২৬ হাজার ৬৯৫ টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই