গাজীপুরে কৃষিজমি থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার অভিযোগে ১০ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. মামুনুর রশীদ। অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটা হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। অভিযানে কারখানা বাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে চারটি ট্রাক জব্দ করা হয়, যেগুলো দিয়ে অবৈধভাবে মাটি পরিবহন করা হচ্ছিল। পরে আটককৃত ১০ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। সোমবার সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস আরও জানান, 'অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
বিডি প্রতিদিন/মুসা