জয়পুরহাটে আশা শিক্ষা কর্মসূচির অধীনে আশা মাধাই নগর ব্রাঞ্চের মাধাই নগর উচ্চ বিদ্যালয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস ও শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের মাধাই নগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আশার সিনিয়র ড্রিস্ট্রিক্ট ম্যানেজার বাবুলুর রশীদ, এরিয়া ম্যানেজার মাহফুজার রহমান, গাইবান্ধার পলাশবাড়ী এডুকেশন অফিসার শরিফুল ইসলাম, মাধাই নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আশা মাধাই নগর ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর হোসেনসহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবক শিক্ষক/শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ