মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেল থেকে মেয়েটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন বৃহস্পতিবার পুকুরে মরদেহ ভেসে ওঠে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই