মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই চাঁপাইনবাবগঞ্জ শহরের অধিকাংশ রাস্তা ও মার্কেট হাঁটু পানির নিচে তলিয়ে যায়। এতে করে স্কুল ছুটির সময় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। অনেকেই রাস্তায় থাকা গর্তে পড়ে আহত হচ্ছেন।
রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শহরের প্রাণকেন্দ্র স্কুল-কলেজ রোডে জমে যায় হাঁটু সমান পানি। একই অবস্থা দেখা যায় নিউমার্কেট ও ক্লাব সুপার মার্কেট এলাকাতেও। এ সময় স্কুল-কলেজ ছুটি হলে শিক্ষার্থীরা বেকায়দায় পড়েন। অনেক যানবাহন পানিতে আটকে পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
এমন দুর্ভোগের জন্য পৌরসভার অকার্যকর ও ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/জামশেদ