ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৯০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।
রবিবার দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি হাটপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর নিজ বাসায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ। গ্রেফতার হেলাল মিয়া আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি হাটপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম ওই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় তার ঘর থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে ভুল্লী থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই