ফরিদপুরে ব্যাটারিচালিত ইজিবাইকচালক শওকত মোল্যা (২০) হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলার আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাকসুদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- মো. মেহেদী আবু কাওসার (২৫), মো. জনি মোল্লা (৩০), রাসেল শেখ (২৫), রাজেস রবি দাস (২৯) ও মো. রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এদের মধ্যে রাসেল পলাতক রয়েছেন। রায়ের সময় বাকিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
এ মামলায় রাজবাড়ীর মজলিসপুর এলাকার বাদশা শেখ (৩১) নামে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন