গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।আমিনুল ইসলাম উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের আমদিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার ৩১ (জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা মাসিক সাধারণ সভা শেষে পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাকে সাঘাটা থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।
তিনি বলেন, অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএ