বরগুনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে ধূমপানবিরোধী বরগুনা জেলা ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।
সভায় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র শীল, বিএমএফ সভাপতি ডা. কামরুল ইসলাম, তামাকবিরোধী জোট জেলা সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সহ-কমিটির সরকারি-বেসরকারি সদস্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কেএ