১৮ জুন, ২০১৯ ১৭:৪২

শতকের আক্ষেপ নিয়ে ফিরলেন বেয়ারস্টো

অনলাইন ডেস্ক

শতকের আক্ষেপ নিয়ে ফিরলেন বেয়ারস্টো

শতক থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন বেয়ারস্টো। আর সেই সময়ই তার বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন গুলবাদিন নায়েব। ৯৯ বলে ৩ ছক্কা এবং ৮ চারে ৯০ রান করে সাঝঘরে ফিরেন বেয়ারস্টো। 

বিশ্বকাপে শক্তি, পারফরম্যান্স ও ঐতিহ্যের বিচারে ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিকদের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। যারা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। ঐতিহ্য বনাম তারুণ্যের লড়াইয়ে নেমে আফগানদের বিপক্ষে বেয়ারস্টো অর্ধশতক করে শক্ত অবস্থান গড়ে দেন। 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক মরগান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। তবে তাদের উড়ন্ত সূচনাতে আটকে দেন দৌলত জাদরান। ৩১ বলে ৩ চারের সাহায্যে ২৬ করা জেমস ভিন্স ফিরিয়ে দেন।  এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে ১৮২/২ রান করেছে ইংল্যান্ড।

৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে, ৪ ম্যাচে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি আফগানিস্তান।

বিডি প্রতিদিন/১৮ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর