আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, জনগণ স্থিতিশীল-সহনশীল বাংলাদেশ চায়। আর এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন ভিন্ন দ্বিতীয় কোনো পথ নেই।
শনিবার চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আমীর খসরু বলেন, জনগণের ভোটে, জনগণের মালিকানায় নির্বাচিত সংসদ-সরকার; এর বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এজন্য ভোটের প্রতীক্ষায় রয়েছে। যারা নির্বাচন চান না, তাদের দল করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের সকল সমস্যা-বৈষম্য সমাধানে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান আমীর খসরু।
বিডি প্রতিদিন/এমআই