৯ নভেম্বর, ২০১৯ ১৩:২১

ঘূর্ণিঝড় 'বুলবুল'র প্রভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক


ঘূর্ণিঝড় 'বুলবুল'র প্রভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দর জেটি থেকে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ করে দেওয়া হয়। এখন পণ্য খালাসও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরের সব কার্যক্রম বন্ধ করে সর্বোচ্চ সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহা বিপদসংকেত দেখাতে বলেছে। এরপরই চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়েছে। এই সতর্কতা জারির পর বন্দরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, শুক্রবার সন্ধ্যায় বন্দর জেটিতে মোট ১৮টি জাহাজ ছিল। আর বহির্নোঙ্গরে ছিল ১৪৯টি জাহাজ। এর মধ্যে ৫৩টি জাহাজ জেটিতে আসার অপেক্ষায় ছিল। জেটিতে থাকা জাহাজগুলাকে সকালে বহির্নোঙ্গরে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে নিয়ে সতর্ক অবস্থায় থাকতে বলা হযেছে। চট্টগ্রাম বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর