করব কিসের ভয়
একাত্তরে লড়াই করে
দেশ করেছি জয়।
বাঙালি সব বীর
বিশ্বের বুকে উঁচু করে
তুলে রাখে শির।
সারা বিশ্বে জানে
বাঙালি যে ধনে নয়
অনেক বড় মানে।
ধনের চেয়ে অনেক বড় মান
তাই বাঙালি প্রাণ দিয়েও
রাখছে দেশের মান।
করব কিসের ভয়
একাত্তরে লড়াই করে
দেশ করেছি জয়।
বাঙালি সব বীর
বিশ্বের বুকে উঁচু করে
তুলে রাখে শির।
সারা বিশ্বে জানে
বাঙালি যে ধনে নয়
অনেক বড় মানে।
ধনের চেয়ে অনেক বড় মান
তাই বাঙালি প্রাণ দিয়েও
রাখছে দেশের মান।